• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

এ বছর আর মাঠে নামা হবে না নেইমারের 


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২১, ০৩:৩০ পিএম
এ বছর আর মাঠে নামা হবে না নেইমারের 

চোট যেন পিছু ছাড়ছে না নেইমারের। চোট থেকে সেরে ওঠে কয়েক ম্যাচ খেলার পর আবারও চোটে পড়েন নেইমার, বার্সেলোনা থেকে আসার পর এমনটাই দেখা যাচ্ছে নেইমারের মধ্যে। লিগ ওয়ানে সেঁত এতিয়েনের বিপক্ষে চোটে পড়েছেন ব্রাজিলিয়ান সুপারস্টার। চোট সারিয়ে মাঠে ফিরতে অন্তত দেড় মাস মতো সময় লাগবে তার। ফলে ২০২১ সালে আর মাঠে নামা হবে না নেইমারের।

ঘরোয়া লিগে পয়েন্ট টেবিলের তলানিতে থাকা সেঁত এতিয়েনের বিপক্ষে ৩-১ গোলের জয় পেয়েছে পিএসজি। আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির হ্যাট্রিক অ্যাসিস্টে গোল করেছেন দুই গোল করেছেন মারকিনিওস আর একটি গোল এসেছে ডি মারিয়ার পা থেকে।

এই ম্যাচের ৮৪ মিনিটে এতিয়েনের ডিফেন্ডার ইভান মাকোর কড়া ট্যাকেলে ভারসাম্য হারিয়ে মাটিতে পড়ে যায় নেইমার। মাটিতে পড়ার পর পা গেছে মচকে যায় তার। ফলে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয় নেইমারকে।

ইনজুরিতে পড়লেও আরও শক্তিশালী হয়ে ফিরতে চান নেইমার। সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে নেইমার লিখেছেন, দুর্ভাগ্যবশত, এগুলো খেলার অংশ। এখন আমাকে মাথা উঁচু রাখতে হবে। আশা করি আমি আরও ভালোভাবে ফিরব, আরও শক্তিশালী হয়ে ফিরব।’

খেলা বিভাগের আরো খবর

Link copied!